ভিজিটরদের জন্য

১. Eco Expo আয়োজিত “Dhaka Fertility Expo-2024” এ প্রবেশ মূল্য ফ্রি, কিন্তু প্রবেশের জন্য রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক।

২. মেলায় প্রবেশের জন্য অথবা এক্সিবিউটরদের থেকে চিকিৎসা বা পরামর্শ নেয়ার জন্য আপনি যদি কোন ধরনের লেনদেন করে থাকেন তার দায়ভার কোনোভাবেই Eco Expo কর্তৃপক্ষের নয়।

৩. নিঃসন্দেহে মেলায় আগত সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ, ফার্টিলিটি সেন্টার, ফার্টিলিটি এর সাথে সম্পৃক্ত অ্যাসোসিয়েশন / সোসাইটি / কন্সাল্টেশন সেন্টার, ফার্মাসিটিক্যাল ও সার্জিক্যাল কোম্পানিগুলো প্রকৃত ও এ বিষয়ে ভিজিটরদের কোনো সন্দেহ থাকার অবকাশ নেই।

৪. মেলায় আগত কোন বিশেষজ্ঞ ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার এর সাথে পরামর্শ করার পর বা চিকিৎসা গ্রহণের পর ফলাফলের নিশ্চয়তা/ লেনদেনের ভার Eco Expo কর্তৃপক্ষের নয়।

৫. আমরা আপনাদের জন্য বিভিন্ন খ্যাতনামা বিশেষজ্ঞ ডাক্তার ও ফার্টিলিটি সেন্টার নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। ভবিষ্যতে তাদের সাথে পরামর্শ বা লেনদেনের দায়ভার Eco Expo কতৃপক্ষের নয়।

৬. মেলার প্রাঙ্গনে আপনার মাধ্যমে কোন এক্সবিউটর বা অন্য কোন দর্শনার্থীর কোন ধরনের ক্ষতির দায়ভার Eco Expo কর্তৃপক্ষ নিবে না।

৭. মেলায় কোন ধরনের বহিরাগত খাবার ও পানীয় নিয়ে আসা দর্শনার্থীদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৮. মেলায় যথা সম্ভব শান্ত ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার জন্য সকলকে আদেশ করা হলো।