দর্শনার্থীদের প্রশ্নাবলী

১ মেলায় কেনো যাবো?
দেশি ও বিদেশী খ্যাতনামা আইভিএফ সেন্টার / বিশেষজ্ঞ ডাক্তার, কম খরচে উচ্চ সাফল্যের হার।

২ মেলার সময়?
১৯, ২০, ২১ ডিসেম্বর, ২০২৪, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত, BICC

৩ মেলায় অংশগ্রহণের জন্য অগ্রিম রেজিট্রেশন করতে হবে কিনা?
হ্যাঁ, করলে ভালো তবে না করলেও মেলা প্রঙ্গণে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু ভীড় এরাতে অগ্রিম রেজিট্রেশন করা ভালো।

৪ মেলাতে কারা আসবেন?
দেশি ও বিদেশী খ্যাতনামা আইভিএফ সেন্টার / বিশেষজ্ঞ ডাক্তার, ফার্মাসিউটিক্যাল কোম্পানী, সার্জিক্যাল কোম্পানী।

৫ মেলায় কি বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলা যাবে?
হ্যাঁ।

৬ মেলায় কি কি তথ্য জানা যাবে?
বন্ধ্যাত্ব দূরীকরণ সম্পর্কিত সকল তথ্য।

৭ আমি কি মেলা থেকে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা সম্পর্কে জানতে পারি?
হ্যাঁ।

৮ মেলায় ঢুকতে খরচ কত?
ফ্রি।

৯ বিদেশী ডাক্তারদের সাথে কনসাল্ট করতে কত টাকা লাগবে?
ফ্রি।

১০ দেশীয় ডাক্তারদের সাথে কনসাল্ট করতে কত টাকা লাগবে?
ফ্রি।

১১ আমি কি কোনো বিশেষ ডাক্তার অথবা সেন্টারের সাথে আলাদা ভাবে আলোচনা করতে পারি?
হ্যাঁ।

১২ বিদেশী ফার্টিলিটি সেন্টারের সাথে কথা বলতে কত টাকা লাগবে?
ফ্রি।

১৩ দেশী ফার্টিলিটি সেন্টারের সাথে কথা বলতে কত টাকা লাগবে?
ফ্রি।

১৪ আমার গাড়িটি কোথায় পার্ক করবো? পার্কিং ফি কত?
নিজ দায়িত্বে পার্কিং করতে হবে।

১৫ মেলার বিশেষ আকর্ষণ / কার্যক্রম কি?
বন্ধ্যাত্ব সম্পর্কিত ডাক্তারদের সাথে ফ্রি মতামত বিনিময় এবং সেমিনার।

১৬ মেলায় কি কোনো নির্দিষ্ট সেমিনার বা প্রোগ্রাম আছে?
হ্যাঁ।

১৭ মেলা প্রাঙ্গণের কি কোনো ম্যাপ আছে?
হ্যাঁ, মেলায় আসার পূর্বে ওয়েব সাইট টি চেক করুন।

১৮ মেলা প্রাঙ্গণে শৌচালয় এবং মাতৃদুগ্ধ পান করানর স্থান আছে কি?
হ্যাঁ।

১৯ বাইরে থেকে খাবার ও পানি আনা যাবে কি?
না। মেলা প্রাঙ্গনে পানি ও খাবারের সু-ব্যবস্থা রয়েছে।

২০ মেলায় কি ইনফরমেশন বুথ বা গেস্ট সার্ভিস ব্যবস্থা থাকবে?
হ্যাঁ।

২১ কোনো সতর্কতামূলক নির্দেশনা আছে কি যা আমার জানা প্রয়োজন?
হ্যাঁ।

২২ মেলায় কি বাচ্চা নিয়ে আসা যাবে?
হ্যাঁ, সাধারণত, মেলা প্রাঙ্গণে ১৮ বছর বয়সের নিচের কাউকে আসতে দেওয়া হয় না তবে আমরা এই মেলায় আসার অনুমতি দিচ্ছি কারণ, আপনার হয়তো একটি বাচ্চা আছে কিন্তু পরবর্তী বাচ্চা নিতে সমস্যা হচ্ছে। তবুও, যদি সম্ভব হয় তবে বাচ্চা না নিয়ে আসার অনুরোধ রইলো।

২৩ মেলায় পোষা প্রাণী আনা যাবে কি?
না।

২৪ আমি কি আমার স্বামী / স্ত্রী অথবা আমার বন্ধু / বান্ধবীকে নিয়ে আসতে পারি?
অবশ্যই।

২৫ আমাদের জন্য সঠিক বন্ধ্যাত্ব চিকিৎসা কোনটি?
ওয়েব সাইটটি মনোযোগ সহকারে পড়ুন এবং আমাদের মেলায় এসে ডাক্তারদের সাথে পরামর্শ করুন।

২৬ বন্ধ্যাত্বের নির্দিষ্ট বিষয়ের কোনো সেমিনার বা আলোচনা আছে কি?
হ্যাঁ।

২৭ মেলায় এক্সিবিউটরগন কি বন্ধ্যাত্বের বিভিন্ন পর্যায়, সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করবেন?
হ্যাঁ।

২৮ আমি কি কোনো বিশেষ ডক্টর বা সেন্টারের সাথে প্রি এপয়েন্টমেন্ট করতে পারি?
হ্যাঁ।

২৯ ডাক্তারদের সাথে কথা বলার সময় কোনো প্রাইভেট এরিয়া পাবো কি?
হ্যাঁ।

৩০ বন্ধ্যাত্বের বিভিন্ন চিকিৎসার ব্যয় ও সুযোগ-সুবিধা নিয়ে কি কোনো ধারণা পাবো?
হ্যাঁ।

৩১ টেস্টটিউব বেবি সম্মন্ধ্যে কোনো নীতিগত আইনকানুন / ধর্মীয় বিধিনিষেধ আমার জানার প্রয়োজন আছে কি?
হ্যাঁ।

৩২ সন্তানধারণের জন্য জীবন যাত্রার কি কি পরিবর্তন আনা উচিত তা কি জানতে পারি?
হ্যাঁ।

৩৩ মেলায় আগত অন্যান্য দর্শনার্থীদের সাথে কি আমি সম্পৃক্ত হতে পারি?
হ্যাঁ।

৩৪ মেলার পরে ডাক্তার এবং ফার্টিলিটি সেন্টারের সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারি?
আপনার পছন্দের ফার্টিলিটি সেন্টার অথবা ডাক্তারের সাথে এ বিষয়ে পরামর্শ করুন।