এক পলকে

আর নয় নিভৃতে

নিভৃতে মানসিক যন্ত্রণায় ভুগছেন ?
সন্তান জন্ম দিতে না পারা অনেক দম্পতি আছেন যারা কাউকে কিছু বুঝতে না দিয়ে নিরবে মানসিক কষ্ট সহ্য করেন। দুশ্চিন্তায় নিজেরে স্বাস্থ্যের ক্ষতি করে ফেলেন। কিন্তু দুশ্চিন্তার কোন কারণ নেই। শুধু প্রয়োজন সঠিক তথ্য সঠিক জ্ঞান এবং সঠিক চিকিৎসার প্রয়োগ। নিরবে কষ্ট সহ্য না করে চলে আসুন আমাদের মেলা “Dhaka Fertility Expo-2024 এ ।

নতুন চিকিৎসা পদ্ধতি

আধুনিক বিশ্বে সব কিছুর সাথে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞনেও অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। বাংলাদেশ চিকিৎসা বিজ্ঞান অন্যান্য ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে চললেও বন্ধ্যাত্ব দূরীকরণের এই ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। কারণ বন্ধ্যাত্ব দূরীকরণের আধুনিক চিকিৎসায় প্রয়োজন হয় দক্ষ চিকিৎসক, আর্ন্তজাতিক মানের ল্যাব ও অন্যান্য ইকুইপমেন্ট, দক্ষ টেকনিশিয়ান এবং আরো আধুনিক সুযোগ সুবিধা।
আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে কোন চিকিৎসাটি আপনার জন্য সঠিক হবে?, কোথায় গেলে আপনি সঠিক চিকিৎসাটি পাবেন?, কত সময় লাগবে?, চিকিৎসায় কি পরিমান খরচ হবে? এই বিষয়গুলো একত্রে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

জীবন যাপন

আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, চলাফেরা, কাজকর্ম ইত্যাদি অনেক কিছুর উপরই বন্ধ্যাত্বের প্রভাব নির্ভর করে। কিছু বিষয় আমাদের সব সময় মেনে চলা উচিত। যেমন,
• দিনে না ঘুমিয়ে রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো,
• অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তা না করা,
• পরিমাণ মতো শারীরিক ব্যায়াম করা,
• বাইরের খাবার পরিহার করে বাসার খাবার খাওয়ার অভ্যাস করা,
• চা, পান, কফি অ্যালকোহল জাতীয় দ্রব্যের অত্যাধিক সেবন না করা।
এই ধরণের আরো অনেক কাজ আছে যা আমাদের মেনে চলা উচিত এবং এগুলো নিয়ে বিস্তারিত আমাদের ওয়েবসাইট এ আলোচনা করা হয়েছে।

আপনার স্বপ্ন পূরণের সহযোগী

প্রত্যেক দম্পতি ও পরিবারের একটি ঐকান্তিক বাসনা থাকে সন্তান জন্মদান করানোর, তাকে লালন-পালন করা ও বংশের ধারা অব্যাহত রাখা। সন্তান জন্ম দিতে না পেরে বা বন্ধ্যাত্বের সমস্যার কারণে অনেক দম্পতিকে প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়ে চলাফেরা করতে হয় এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় না। আবার সন্তান না হওয়া নিয়ে আমাদের দেশে অনেক কটুক্তি, অপপ্রচার বা বিভ্রান্তির প্রচলন রয়েছে। তাই আমরা চাই, সন্তান জন্মদানের সকল বাধা উপেক্ষা করার এবং সঠিক চিকিৎসার ধারণা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকতে।

ইসলামিক দৃষ্টিকোণ

বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা যা টেস্টটিউব বেবি নামে অধিক পরিচিত, যা নিয়ে আমাদের দেশের মুসলমান দম্পতির বা তাদের পরিবারের মধ্যে কিছু সাধারণ প্রশ্ন সবসময়ই জাগ্রত হয়। যার মধ্যে প্রধান হলো টেস্টটিউব বেবি যা মূলত IVF, IUI, ICSI ইত্যাদি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হয়, তা ইসলামের দৃষ্টিকোণ থেকে বৈধ নাকি অবৈধ?
আল-আজহার ইউনিভার্সিটি বা জামিয়া আল-আজহারের ফতোয়া কমিটি হলো পুরো বিশ্বের মুসলিমদের জন্য একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কর্তৃপক্ষ। আল আজহার কর্তৃপক্ষ ১৯৮০ সালে টেস্টটিউব বেবি সম্পর্কে একটি ফতোয়া জারি করে ঘোষণা করে যে টেস্ট টিউব বেবি অথবা IVF এবং অনুরূপ প্রযুক্তিগুলি ইসলামি দৃষ্টিকোণ থেকে অনুমতি প্রাপ্ত বা অনুমোদিত, যতক্ষণ না বিবাহিত স্বামী স্ত্রীর বাইরে তৃতীয় পক্ষের কোনো শুক্রাণু, ডিম্বাণু , ভ্রূণ ও জরায়ু এই চিকিৎসা পদ্ধতির সাথে জড়িত না থাকে।
সুতরাং আমরা বুঝতে পারছি, স্বামী-স্ত্রীর স্বাভাবিক মিলনের ফলে যদি সন্তান ধারণে অক্ষম হয় সে ক্ষেত্রে ইসলামী শরীয়া অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে সঠিক চিকিৎসা পদ্ধতি যেমন IVF, IUI, ICSI এবং অন্যান্য পদ্ধতি অবলম্বন করে সন্তান গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে ইসলামে কোন বাধা নেই।

আপনার কোনটি প্রয়োজন

আধুনিক বিশ্বে সব কিছুর সাথে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞনেও অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। বাংলাদেশ চিকিৎসা বিজ্ঞান অন্যান্য ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে চললেও বন্ধ্যাত্ব দূরীকরণের এই ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। কারণ বন্ধ্যাত্ব দূরীকরণের আধুনিক চিকিৎসায় প্রয়োজন হয় দক্ষ চিকিৎসক, আর্ন্তজাতিক মানের ল্যাব ও অন্যান্য ইকুইপমেন্ট, দক্ষ টেকনিশিয়ান এবং আরো আধুনিক সুযোগ সুবিধা।
আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে কোন চিকিৎসাটি আপনার জন্য সঠিক হবে?, কোথায় গেলে আপনি সঠিক চিকিৎসাটি পাবেন?, কত সময় লাগবে?, চিকিৎসায় কি পরিমান খরচ হবে? এই বিষয়গুলো একত্রে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিদেশে চিকিৎসা

বন্ধ্যাত্বের চিকিৎসা একটি ধারাবাহিক ও সময় সাপেক্ষ চিকিৎসা পদ্ধতি। আপনার সমস্যার সাথে সামঞ্জস্য রেখে, কোন বিশেষজ্ঞ চিকিৎসক বা ফার্টিলিটি সেন্টার থেকে চিকিৎসা বা পরামর্শ গ্রহণ করলে আপনি ভালো ফলাফল পাবেন তা আপনাকেই বেছে নিতে হবে। সেক্ষেত্রে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার বা সঠিক ফার্টিলিটি সেন্টার এর সাথে পরামর্শ করতে চাইলে আপনাকে অনেক অর্থ ও সময় ব্যয় করতে হবে। Eco Expo আয়োজিত “Dhaka Fertility Expo-2024” – এ আমরা খ্যাতনামা অনেক দেশি ও বিদেশী বিশেষজ্ঞ ডাক্তার ও ফার্টিলিটি সেন্টার একত্রিত করেছি। যেখানে আপনি আপনার মূল্যবান সময় ও অর্থ বাঁচিয়ে নিজ দেশে বসেই দেশীয় চিকিৎসক এর পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও ফার্টিলিটি সেন্টার এর সাথে পরামর্শ এবং যাচাই-বাছাই করে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।

নিজে জানুন, অন্যকে জানান

বন্ধ্যাত্ব এখন আর কোন লজ্জার বিষয় নয়। এটি অন্যান্য রোগের মতোই একটি সাধারণ রোগ যা সঠিক পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের মাধ্যমে নির্মূল হতে পারে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে, বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বের সমস্যায় আক্রান্ত।
বিষয়টি এমন যে, আপনি আমাদের মেলা সম্পর্কে জানলেন। আপনি হয়তো এই সমস্যায় ভুগছেন না, কিন্তু আপনার পরিচিত একজন এই সমস্যায় ভুগছেন। আমাদের মেলাটি সম্পর্কে তাকে জানিয়ে তার উপকার করতে সহোযোগিতা করুন। হয়তো আপনি একটি সন্তানের পিতা বা মাতা, কিন্তু পরবর্তী সন্তান প্রচেষ্টায় ব্যার্থ হচ্ছেন। তাহলে আমাদের Dhaka Fertility Expo-ই আপনার পরবর্তী গন্তব্য হওয়া উচিত।
বন্ধ্যাত্ব দূরীকরণের সকল সার্বিক বিষয়গুলো আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরেছি। আমরা চেষ্টা করেছি বন্ধ্যাত্ব নিয়ে একজন রোগী যত ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেগুলো তুলে ধরার এবং আয়োজন করছি এমন একটি মেলার যেখানে এই প্রথম দেশি এবং বিদেশি খ্যাতনামা অনেক বিশেষজ্ঞ, চিকিৎসক ও ফার্টিলিটি সেন্টার অংশগ্রহণ করতে যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে খোলামেলা আলোচনা করা হয় না। তাই Eco Expo আয়োজিত “Dhaka Fertility Expo-2024” এ এসে আপনি উপকৃত হোন এবং আপনার পরিচিত ভুক্তভোগীদের জানিয়ে তাদেরও উপকৃত করুন।

কেনো এই মেলা?

বাংলাদেশে বন্ধ্যাত্ব সম্পর্কে সঠিক দিক নির্দেশনা, সঠিক চিকিৎসা ও চিকিৎসা পদ্ধতি, খরচ, সময় ইত্যাদি সম্পর্কে ভুক্তভোগীদের জানানোর জন্য অনেক দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসক ও ফার্টিলিটি সেন্টারের সাথে এক ছাদের নিচে পরামর্শ করার সুযোগ করে দেয়াই আমাদের উদ্দেশ্য।

বাংলাদেশের সর্বপ্রথম বন্ধ্যাত্ব দূরীকরণের মেলা

আমরা জানতে পেরেছি যে, পৃথিবীতে প্রতি ছয়জনের একজন বন্ধ্যা রোগী বিদ্যমান। বিভিন্ন গবেষণালব্ধ জ্ঞান থেকে আরো জানতে পারি যে, বাংলাদেশে এই রোগীর সংখ্যা ২০ লাখের কম নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে এই বিপুল জনগোষ্ঠীর সঠিক জ্ঞানের অভাবে কোথায় যাব, কি করব, কার কাছে যাবো, কখন যাব, কেন যাব, কোথায় গেলে উপকার হবে, কোথায় গেলে সমাধান মিলবে, কত টাকা খরচ হবে, কত সময় লাগবে ইত্যাদি ছাড়াও বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং প্রশ্নের সম্মুখীন হোন। যার সঠিক উত্তর তাদের কাছে জানা নেই। বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠীর উপরিউক্ত প্রশ্নগুলোর সঠিক সমাধান বের করার লক্ষে বাংলাদেশের সর্বপ্রথম বন্ধ্যাত্ব দূরীকরণের মেলা “Dhaka Fertility Expo-2024” আয়োজন করাই আমাদের উদ্দেশ্য।

মেলা থেকে যা যা পাবেন

• সরাসরি দেশি-বিদেশি খ্যাতনামা ফার্টিলিটি সেন্টার-এর সাথে যোগাযোগ এবং সুযোগ সুবিধা আলোচনা।
• সরাসরি ফ্রিতে একাধিক দেশি-বিদেশি ডাক্তারদের সাথে পরামর্শ করার সুযোগ।
• আপনার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতিটি যাছাই বাছাই এর মাধ্যমে বেছে নেয়ার সুযোগ।
• বিভিন্ন ফার্টিলিটি সেন্টার এর স্থান, সাকসেস রেট, চিকিৎসার ব্যয় এবং বিশেষজ্ঞ বিভিন্ন ডাক্তারদের সাথে সরাসরি আলোচনা করে আপনার জন্য কি বা কে সঠিক হবে তা আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন।

হীনমন্যতার কিছু নেই

সন্তান জন্ম দিতে অক্ষম এমন অনেক দম্পতি আছেন, যারা কোথায় যাবো, কি করবো, সঠিক চিকিৎসা দিতে পারবেন কি না, কত টাকা খরচ হবে, ফলাফলের নিশ্চয়তা, গর্ভধারণ করেও সুস্থ বাচ্চা প্রসব ইত্যাদি আরো অনেক জটিল প্রশ্নের দ্বারপ্রান্তে থাকেন এবং উত্তর খুঁজে পান না। অনেক সময় বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নেন যার মধ্যে অনেকে নিজেই এই সম্পর্কে জানেন না। কাজেই এই সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা লাভের উদ্দেশ্যে ECO EXPO আয়োজিত Dhaka Fertility Expo 2024 এ এসে ফ্রিতে দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

সফলতার পথচলা

বন্ধ্যাত্ব দূরীকরণের চিকিৎসা একটি ধারাবাহিক ও সময় সাপেক্ষ চিকিৎসা। এই ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসার পদ্ধতিটি উন্নত হলেই যে আপনি ভালো ফলাফল পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আবার আপনি আজ চাইলেই যে কালই ফলাফল পাবেন বিষয়টি কখনোই এমন নয়।
আপনাকে নিজের সমস্যার সাথে সামঞ্জস্য রেখে বিশেষজ্ঞ ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার খুঁজে নিতে হবে। যার উপর আপনি পূর্ণাঙ্গভাবে আস্থা রেখে তার দেয়া চিকিৎসা, পরামর্শ ও আদেশ উপদেশ মেনে চলবেন। তবেই আপনার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে।
সঠিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ, স্বাস্থ্যকর জীবন যাপন, এবং যথাযথ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়ার পর ফলাফল পায়নি এরকম রোগীর সংখ্যা খুবই নগণ্য। তাই আপনার জন্য কোন ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার উপযুক্ত বা সহায়ক হবে তা বেছে নেয়ার জন্য Eco Expo আয়োজিত “Dhaka Fertility Expo-2024”-এ এসে খ্যাতনামা অনেক বিশেষজ্ঞ ডাক্তার ও ফার্টিলিটি সেন্টার এর সাথে আপনি পরামর্শ করতে পারবেন এবং বুঝতে পারবেন কার কাছ থেকে বা কোথায় চিকিৎসা করলে আপনি সফল হতে পারেন।