বন্ধ্যাত্বের কৃত্রিম কারণ

bondhoteer kritim karon

পূর্ববর্তী অংশে আমরা বন্ধ্যাত্ব কি তা সম্পর্কে জেনেছি এবং এর প্রাকৃতিক কারণগুলো নিয়ে আলোচনা করেছি।প্রাকৃতিক কারণ বলতে আমরা বুঝেছি, যে সমস্যা গুলো অভ্যন্তরীণ সমস্যা। এটি জন্মগত হতে পারে অথবা হতে পারে কোন জেনেটিক সমস্যা, আবার সাধারণভাবেও হতে পারে। এখন আমরা বন্ধ্যাত্বের কৃত্রিম সমস্যা নিয়ে আলোচনা করব। কৃত্রিম সমস্যা বলতে বোঝানো হচ্ছে, যে সমস্যা গুলো আমাদের খাদ্য অভ্যাস, চলাফেরা, দৈনন্দিন জীবন যাপন ইত্যাদির সাথে সম্পৃক্ত সেগুলোকে। পূর্বের মতো এই অংশেও আমরা নারী ও পুরুষদের বন্ধ্যাত্বের কৃত্রিম সমস্যা গুলো পৃথকভাবে জানবো।

নারীদের বন্ধ্যাত্বের কৃত্রিম কারণ সমূহ :

✔ সঠিক খাদ্যাভ্যাস মেনে না চলা।
✔ অতিরিক্ত ক্যালরি খাওয়া।
✔ শরীরের স্বাভাবিক ওজন রক্ষা না করা যেমন অতিরিক্ত কম ওজন বা অতিরিক্ত বেশি ওজন।
✔ দিনে ঘুমানো, রাতে জেগে থাকা।
✔ অতিরিক্ত মানসিক চাপ, কাজের চাপ ও দুশ্চিন্তা।
✔ অতিরিক্ত ব্যায়াম করা।
✔ উশৃংখল জীবন যাপন করা, ধূমপান ও অধিক অ্যালকোহল সেবন।
✔ মারাত্মক উদাসীনতার কারণেও অনেক সময় গর্ভধারণ হয় না।
✔ সঠিক পদ্ধতিতে শারীরিক মেলামেশার বা উর্বর সময় শারীরিক মেলামেশার জ্ঞানের অভাব।
✔ বয়স থাকতে বাচ্চা না নেয়া।
✔ সাধারণ চেষ্টার পর গর্ভধারণে সক্ষম না হলে ডাক্তারের পরামর্শ না নেওয়া। অনেক সময় কিছু প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই বন্ধ্যাত্বের সমস্যা উপেক্ষা করা সম্ভব। কিন্তু ডাক্তারের পরামর্শ না নেওয়ায় ও বয়স বেশি হয়ে গেলে এ সমস্যা হতে পারে।
✔ যৌন স্বাস্থ্যের পর্যাপ্ত যত্ন না নেয়া। কিছু বিশেষ কার্যক্রম এড়িয়ে চলা যেমন, ওরাল সেক্স।যার মাধ্যমে নারীর যোনিতে নানা ধরনের রোগ ছড়ায়।

পুরুষদের বন্ধ্যাত্বের কৃত্রিম কারণসমূহ:

✔ সঠিক খাদ্যাভ্যাস মেনে না চলা।
✔ অতিরিক্ত তেল ও চর্বি জাতীয় খাবার খাওয়া ও অতিরিক্ত ক্যালরি খাওয়া।
✔ শরীরের স্বাভাবিক ওজন রক্ষা না করা যেমন অতিরিক্ত ওজন।
✔ মাত্রাতিরিক্ত শারীরিক কসরত।
✔ উশৃংখল জীবনযাপন, চা, কফি, ধূমপান ও অ্যালকোহলের অধিক সেবন।
✔ বয়স থাকতে বাচ্চা না নেওয়া।
✔ জীবনাচরণ এ অনিয়ম, যেমন দিনে ঘুমানো রাতে জেগে থাকা।
✔ পুষ্টিহীনতায় ভোগা।
✔ মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপ, দুশ্চিন্তায় থাকা।
✔ মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করা।
✔ অতিরিক্ত গরমের দীর্ঘক্ষণ কাজ করা।যাদের প্রচুর গরম আবহাওায় কাজ করতে হয়। গরম পানিতে গোসল করলে বা নাইলন আন্ডারওয়্যার পরলে শুক্রাণু নষ্ট হয়।
✔ এমনকি মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।

উপরের কারণ গুলো পড়ে আমরা বুঝতে পারি যে, কিছু কিছু জিনিস যা আমরা দৈনন্দিন জীবনে একটু সচেতন হলেই বন্ধ্যাত্ব থেকে রেহাই পেতে পারি।