বন্ধ্যাত্বের বহুবিধ কারণ থাকে, সেক্ষেত্রে স্বামী-স্ত্রীর যে কোন একজনের বা উভয়ের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। গর্ভধারণের জন্য প্রয়োজন একটি সুস্থ ওভাম বা ডিম, সবল বীর্য ও স্বাভাবিক জরায়ু বা ইউটেরাস। এদের যে কোন একটি সমস্যা হলেই দম্পতি গর্ভধারণে অক্ষম হতে পারেন।বন্ধ্যাত্ব কোন লিঙ্গ ভিত্তিক সমস্যা নয়। নারী ও পুরুষ উভয়ের মধ্যেই এই সমস্যা থাকতে পারে। নারী ও পুরুষ বন্ধ্যাত্বের প্রাকৃতিক কারণগুলো আমরা পৃথকভাবে আলোচনা করব।
নারীদের বন্ধ্যাত্বের প্রাকৃতিক কারণ :
✔ পলিসিস্টিক ওভারি সিনড্রোম ( Polycystic Ovary Syndrome) বা সংক্ষেপে PCOS হলো নারীদের একটি হরমোনজনিত রোগ৷ একজন নারী তার সন্তানধারণের সক্ষমতার সময়কাল অর্থাৎ পিরিয়ড হওয়ার পর থেকে মেনোপোজ হওয়ার সময় পর্যন্ত, যেকোনো সময়ে এই রোগে আক্রান্ত হতে পারেন, যা তার সন্তানধারণ করার ক্ষমতা বা ফারটিলিটি-কে বাধাগ্রস্থ করতে পারে৷ পলিসিসটিক ওভারি, যার মাধ্যমে একটি করে ওভাম বা ডিম আসার কথা সেটা আসে না।
✔ হরমোন জনিত সমস্যা। যেমন: প্রোলেক্টিন, থাইরয়েড, লুটনাইজিং, পিটুইটারি, এফএইসএস ইত্যাদি হরমোন অস্বাভাবিক মাত্রায় নিঃসরণের ফলে ডিম্বস্ফুটন বা ওভুলেশন বাধাগ্রস্ত হয়।
✔ জরায়ুর কিছু সমস্যা থাকে যা জন্মগত হতে পারে আবার অসুখের কারণেও হতে পারে।যেমন: জরায়ুর টিউমার, এডিনোমায়োসিস, ফাইব্রয়েড বা পলিপ।
✔ ইউটেরাস বা জরায়ু ও ডিম্বনালীর সমস্যা।
✔ জরায়ু ও ডিম্বনালীর প্রদাহ।
✔ এন্ডোমেট্রিওসিস, এটি ডিম্বাণুতে সিস্ট তৈরি করে এবং ডিমগুলোকে নষ্ট করে দেয়(মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, পেটে ব্যথা ইত্যাদি)।
✔ ডিম্বাশয় ডিম্বাণু কম হওয়া জনিত সমস্যা।
✔ ওভারিয়ান চকলেট সিস্ট।
✔ সেপটেড জরায়ু (জরায়ুতে অতিরিক্ত টিস্যুর একটি কিলক বা পর্দা থাকে, যাকে সেপ্টাম বলা হয়) জন্মের সময় উপস্থিত থাকতে পারে, যা মহিলাদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
পুরুষদের বন্ধ্যাত্বের প্রাকৃতিক কারণ:
✔ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। শুক্রাণু নালীর কোথাও বাধা সৃষ্টি হয়েছে তাই শুক্রাণু উৎপাদিত হতে পারছে না অথবা শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান (অর্থাৎ অন্ডকোষ) কোনো কারণে সেখানে শুক্রাণু তৈরি হয় নি।
✔ অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে।
✔ আবার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু মান ঠিক নেই, যার ফলে সে ডিম ফার্টিলাইজ করতে পারে না।
✔ টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয় না।
✔ প্রজনন অঙ্গে যক্ষা।
✔ ডায়াবেটিস।
✔ ছোটবেলায় মাম্পস।