এক পলকে

আর নয় নিভৃতে

নতুন চিকিৎসা পদ্ধতি

জীবন যাপন

আপনার স্বপ্ন পূরণের সহযোগী

বাংলাদেশের সর্বপ্রথম বন্ধ্যাত্ব দূরীকরণ মেলা


    আপনার জন্য যা যা থাকছে

    নতুন চিকিৎসা পদ্ধতি

    আধুনিক বিশ্বে সব কিছুর সাথে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞনেও অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। বাংলাদেশ চিকিৎসা বিজ্ঞান অন্যান্য ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে চললেও বন্ধ্যাত্ব দূরীকরণের এই ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। কারণ বন্ধ্যাত্ব দূরীকরণের আধুনিক চিকিৎসায় প্রয়োজন হয় দক্ষ চিকিৎসক, আর্ন্তজাতিক মানের ল্যাব ও অন্যান্য ইকুইপমেন্ট, দক্ষ টেকনিশিয়ান এবং আরো আধুনিক সুযোগ সুবিধা।
    আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে কোন চিকিৎসাটি আপনার জন্য সঠিক হবে?, কোথায় গেলে আপনি সঠিক চিকিৎসাটি পাবেন?, কত সময় লাগবে?, চিকিৎসায় কি পরিমান খরচ হবে? এই বিষয়গুলো একত্রে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

    আপনার কোনটি প্রয়োজন

    আপনাকে জানতে হবে আপনার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি কোনটি। যেমনঃ নরমাল ঔষধ সেবন, ল্যাপরস্কপি, IVF, IUI, নাকি ICSI অথবা অন্য কিছু? শুধুমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসকই আপনাকে সমাধান দিতে পারবেন। হয়তো আপনি ভুল চিকিৎসা নিচ্ছেন অথবা আপনার প্রকৃত চিকিৎসাটি হচ্ছে না। Dhaka Fertility Expo- তে দেশি, বিদেশি, পৃথিবী বিখ্যাত চিকিৎসক অথবা ফার্টিলিটি সেন্টার এর সাথে যুক্ত হয়ে আপনার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতিটি বেছে নিন।
    সেই সাথে কোন পদ্ধতির খরচ, সময়, এবং বিভিন্ন ফার্টিলিটি সেন্টারের সাফল্যের হার যাচাই করুন।

    বিদেশে চিকিৎসা

    বন্ধ্যাত্বের চিকিৎসা একটি ধারাবাহিক ও সময় সাপেক্ষ চিকিৎসা পদ্ধতি। আপনার সমস্যার সাথে সামঞ্জস্য রেখে, কোন বিশেষজ্ঞ চিকিৎসক বা ফার্টিলিটি সেন্টার থেকে চিকিৎসা বা পরামর্শ গ্রহণ করলে আপনি ভালো ফলাফল পাবেন তা আপনাকেই বেছে নিতে হবে। সেক্ষেত্রে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার বা সঠিক ফার্টিলিটি সেন্টার এর সাথে পরামর্শ করতে চাইলে আপনাকে অনেক অর্থ ও সময় ব্যয় করতে হবে। Eco Expo আয়োজিত “Dhaka Fertility Expo-2025” – এ আমরা খ্যাতনামা অনেক দেশি ও বিদেশী বিশেষজ্ঞ ডাক্তার ও ফার্টিলিটি সেন্টার একত্রিত করেছি। যেখানে আপনি আপনার মূল্যবান সময় ও অর্থ বাঁচিয়ে নিজ দেশে বসেই দেশীয় চিকিৎসক এর পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও ফার্টিলিটি সেন্টার এর সাথে পরামর্শ এবং যাচাই-বাছাই করে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।

    জীবন যাপনের নিয়মনীতি

    জীবন যাপন

    আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, চলাফেরা, কাজকর্ম ইত্যাদি অনেক কিছুর উপরই বন্ধ্যাত্বের প্রভাব নির্ভর করে। কিছু বিষয় আমাদের সব সময় মেনে চলা উচিত। যেমন,
    • দিনে না ঘুমিয়ে রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো,
    • অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তা না করা,
    • পরিমাণ মতো শারীরিক ব্যায়াম করা,
    • বাইরের খাবার পরিহার করে বাসার খাবার খাওয়ার অভ্যাস করা,
    • চা, পান, কফি অ্যালকোহল জাতীয় দ্রব্যের অত্যাধিক সেবন না করা।
    এই ধরণের আরো অনেক কাজ আছে যা আমাদের মেনে চলা উচিত এবং এগুলো নিয়ে বিস্তারিত আমাদের ওয়েবসাইট এ আলোচনা করা হয়েছে।

    সফলতার পথচলা

    বন্ধ্যাত্ব দূরীকরণের চিকিৎসা একটি ধারাবাহিক ও সময় সাপেক্ষ চিকিৎসা। এই ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসার পদ্ধতিটি উন্নত হলেই যে আপনি ভালো ফলাফল পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আবার আপনি আজ চাইলেই যে কালই ফলাফল পাবেন বিষয়টি কখনোই এমন নয়।
    আপনাকে নিজের সমস্যার সাথে সামঞ্জস্য রেখে বিশেষজ্ঞ ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার খুঁজে নিতে হবে। যার উপর আপনি পূর্ণাঙ্গভাবে আস্থা রেখে তার দেয়া চিকিৎসা, পরামর্শ ও আদেশ উপদেশ মেনে চলবেন। তবেই আপনার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে।
    সঠিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ, স্বাস্থ্যকর জীবন যাপন, এবং যথাযথ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়ার পর ফলাফল পায়নি এরকম রোগীর সংখ্যা খুবই নগণ্য। তাই আপনার জন্য কোন ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার উপযুক্ত বা সহায়ক হবে তা বেছে নেয়ার জন্য Eco Expo আয়োজিত “Dhaka Fertility Expo-2025”-এ এসে খ্যাতনামা অনেক বিশেষজ্ঞ ডাক্তার ও ফার্টিলিটি সেন্টার এর সাথে আপনি পরামর্শ করতে পারবেন এবং বুঝতে পারবেন কার কাছ থেকে বা কোথায় চিকিৎসা করলে আপনি সফল হতে পারেন।

    ইসলামিক দৃষ্টিকোণ

    বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা যা টেস্টটিউব বেবি নামে অধিক পরিচিত, যা নিয়ে আমাদের দেশের মুসলমান দম্পতির বা তাদের পরিবারের মধ্যে কিছু সাধারণ প্রশ্ন সবসময়ই জাগ্রত হয়। যার মধ্যে প্রধান হলো টেস্টটিউব বেবি যা মূলত IVF, IUI, ICSI ইত্যাদি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হয়, তা ইসলামের দৃষ্টিকোণ থেকে বৈধ নাকি অবৈধ?
    আল-আজহার ইউনিভার্সিটি বা জামিয়া আল-আজহারের ফতোয়া কমিটি হলো পুরো বিশ্বের মুসলিমদের জন্য একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কর্তৃপক্ষ। আল আজহার কর্তৃপক্ষ ১৯৮০ সালে টেস্টটিউব বেবি সম্পর্কে একটি ফতোয়া জারি করে ঘোষণা করে যে টেস্ট টিউব বেবি অথবা IVF এবং অনুরূপ প্রযুক্তিগুলি ইসলামি দৃষ্টিকোণ থেকে অনুমতি প্রাপ্ত বা অনুমোদিত, যতক্ষণ না বিবাহিত স্বামী স্ত্রীর বাইরে তৃতীয় পক্ষের কোনো শুক্রাণু, ডিম্বাণু , ভ্রূণ ও জরায়ু এই চিকিৎসা পদ্ধতির সাথে জড়িত না থাকে।
    সুতরাং আমরা বুঝতে পারছি, স্বামী-স্ত্রীর স্বাভাবিক মিলনের ফলে যদি সন্তান ধারণে অক্ষম হয় সে ক্ষেত্রে ইসলামী শরীয়া অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে সঠিক চিকিৎসা পদ্ধতি যেমন IVF, IUI, ICSI এবং অন্যান্য পদ্ধতি অবলম্বন করে সন্তান গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে ইসলামে কোন বাধা নেই।

    আসুন মন খুলে কথা বলি

    হীনমন্যতার কিছু নেই

    সন্তান জন্ম দিতে অক্ষম এমন অনেক দম্পতি আছেন, যারা কোথায় যাবো, কি করবো, সঠিক চিকিৎসা দিতে পারবেন কি না, কত টাকা খরচ হবে, ফলাফলের নিশ্চয়তা, গর্ভধারণ করেও সুস্থ বাচ্চা প্রসব ইত্যাদি আরো অনেক জটিল প্রশ্নের দ্বারপ্রান্তে থাকেন এবং উত্তর খুঁজে পান না। অনেক সময় বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নেন যার মধ্যে অনেকে নিজেই এই সম্পর্কে জানেন না। কাজেই এই সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা লাভের উদ্দেশ্যে ECO EXPO আয়োজিত Dhaka Fertility Expo 2025 এ এসে ফ্রিতে দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

    আর নয় নিভৃতে

    নিভৃতে মানসিক যন্ত্রণায় ভুগছেন ?
    সন্তান জন্ম দিতে না পারা অনেক দম্পতি আছেন যারা কাউকে কিছু বুঝতে না দিয়ে নিরবে মানসিক কষ্ট সহ্য করেন। দুশ্চিন্তায় নিজেরে স্বাস্থ্যের ক্ষতি করে ফেলেন। কিন্তু দুশ্চিন্তার কোন কারণ নেই। শুধু প্রয়োজন সঠিক তথ্য সঠিক জ্ঞান এবং সঠিক চিকিৎসার প্রয়োগ। নিরবে কষ্ট সহ্য না করে চলে আসুন আমাদের মেলা “Dhaka Fertility Expo-2025 এ ।

    আপনার স্বপ্ন পূরণের সহযোগী

    প্রত্যেক দম্পতি ও পরিবারের একটি ঐকান্তিক বাসনা থাকে সন্তান জন্মদান করানোর, তাকে লালন-পালন করা ও বংশের ধারা অব্যাহত রাখা। সন্তান জন্ম দিতে না পেরে বা বন্ধ্যাত্বের সমস্যার কারণে অনেক দম্পতিকে প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়ে চলাফেরা করতে হয় এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় না। আবার সন্তান না হওয়া নিয়ে আমাদের দেশে অনেক কটুক্তি, অপপ্রচার বা বিভ্রান্তির প্রচলন রয়েছে। তাই আমরা চাই, সন্তান জন্মদানের সকল বাধা উপেক্ষা করার এবং সঠিক চিকিৎসার ধারণা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকতে।

    এক্সিবিটর দের প্রত্যাশা

    মার্কেট লিডার

    বাংলাদেশের আমরাই প্রথম বন্ধ্যাত্ব দূরীকরণের উদ্দেশ্যে Dhaka Fertility Expo মেলার আয়োজন করতে যাচ্ছি। আমরা আমাদের দক্ষতা ও অত্যন্ত গভীর গবেষণার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ডাক্তার ও খ্যাতনামা ফার্টিলিটি সেন্টার গুলোকে আমাদের মেলায় একত্রিত করেছি। তাই আর কষ্ট করে বহু টাকা-পয়সা খরচ করে, দেশ-বিদেশ ঘুরে, কোন ডাক্তার বা ফার্টিলিটি সেন্টারে চিকিৎসা নেবেন তা নিয়ে চিন্তিত হতে হবে না। Eco Expo আয়োজিত, Dhaka Fertility Expo 2025, যা আয়োজিত হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এখানে অংশগ্রহণ করে একই ছাদের নিচে যাচাই-বাছাই ও পরামর্শ করে আপনার জন্য সঠিক প্রতিষ্ঠানে, সঠিক চিকিৎসকের নির্দেশনায়, সঠিক চিকিৎসাটি বেছে নিন।

    পরিচিতির ব্যাপ্তি

    বন্ধ্যাত্বে ভুক্তভোগী অনেকেই আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা বন্ধুবান্ধব এর কাছ থেকে কোন না কোন ডাক্তার, দেশী অথবা বিদেশি ফার্টিলিটি সেন্টার সম্পর্কে শুনেছেন। যেখানে গিয়ে ওই আত্মীয় অথবা বন্ধুটি সুফল পেয়েছে। এখন আপনিও সেখানে গিয়ে চিকিৎসা নিতে চাচ্ছেন।
    কিন্তু এমনও তো হতে পারে যে ওই ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার এর পাশেই বা কিছু দূরে অন্য একটি ফার্টিলিটি সেন্টার আছে যার সাকসেস রেট, চিকিৎসার মান এবং অন্যান্য সুবিধা আরো বেশি ভালো, যা আপনার জানা নেই।

    Market-Leader-Valuable-Network-750x850

    অনেকগুলো জায়গায় গিয়ে ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার গুলোর মান যাচাই করা বা তাদের সম্পর্কে জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না। সাধারণত আমরা কারো থেকে শুনে সেখানে গিয়ে চিকিৎসা নেয়ার কথাই চিন্তা করি।
    ঢাকা ফাটিলিটি এক্সপ্রোতে দেশি এবং বিদেশি, খ্যাতনামা বিশেষজ্ঞ ডাক্তার ও ফার্টিলিটি সেন্টার এর সাথে আপনি একত্রে একই ছাদের নিচে পরামর্শ করে তাদের মধ্যে আপনার জন্য সঠিক ডাক্তার বা ফার্টিলিটি সেন্টার পছন্দ করতে পারেন এবং তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে তাদের থেকে চিকিৎসা নিতে পারেন।

    কখন ও কোথায়

    “DHAKA FERTILITY EXPO 2025” মেলাটি অনুষ্ঠিত হবে আগামী ২৬-২৮, জুন, ২০২৫, এ ঢাকার  চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র নামেও পরিচিত।
    ঠিকানা- আগারগাঁও, শেরেবাংলা নগর, বেগম রোকেয়া সরণি ঢাকা-১২০৭। মেলার স্থানটি আমাদের জাতীয় সংসদ ভবনের ঠিক পাশেই।

    মেলার সময়সূচি:

    ২৬, জুন, ২০২৫ – সকাল ১০ টা হতে রাত ৮ টা

    ২৭, জুন, ২০২৫ – সকাল ১০ টা হতে রাত টা।
    ২৮, জুন, ২০২৫ – সকাল ১০ টা হতে রাত :৩০ টা।

    মেলায় কিভাবে যাবেন?

    গাড়িতে –

    ঢাকার যে কোন স্থান বা প্রবেশদ্বার থেকে প্রাইভেট কার, ট্যাক্সি, সিএনজি অথবা যেকোনো রাইড শেয়ারিং অ্যাপ যেমন উবার, পাঠাও ইত্যাদিতে চড়ে গুগল ম্যাপে আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সার্চ করলেই মেলায় আসতে পারবেন।

    বাসে –

    ঢাকার যে কোন স্থান বা প্রবেশদ্বার থেকে মিরপুরগামী বাসে চড়লেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নামিয়ে দিবে অথবা আগারগাঁও বাস স্ট্যান্ডে নামলে ১/২ মিনিট হাটলেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আসা যাবে।

    ট্রেনে –

    দেশের যে কোন স্থান থেকে ট্রেনে আসলে বিমানবন্দর অথবা কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে মিরপুরগামী বাসে চড়লেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নামিয়ে দিবে অথবা আগারগাঁও বাস স্ট্যান্ডে নামলে ১/২ মিনিট হাটলেই ঢাকার  চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সম্মেলন কেন্দ্রে আসা যাবে।

    মেট্রোরেল –

    বিজয় সরণি স্টেশনে পৌঁছানোর জন্য আপনাকে যেকোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে চড়তে হবে। বিজয় সরণি স্টেশন থেকে ‘সি’ গেইট দিয়ে বের হয়ে সেখান থেকে  মাত্র ২/৩ মিনিটের পথ, যেখানে “ঢাকা ফার্টিলিটি এক্সপো” অনুষ্ঠিত হবে।

    লঞ্চে –

    লঞ্চে ঢাকায় আসলে সদরঘাট এ নেমে প্রাইভেট কার বা বাসে আসার নিয়মে মেলার স্থানে আসতে পারবেন।

    এই আমরা

    Organiser
    Eco Expo
    Co Organiser
    Shanghai Aweek Exhibition Co. Ltd
    Co Organiser
    Hong-Kong Toosen Exhibition Co. Ltd
    Association Partner
    Bangladesh Private Hospital Clinic Diagnostic Owners Association (BPHCDOA)
    Association Partner
    Bangladesh Medical Equipment Importers & Suppliers Association ( BMEISA)
    Approved By
    Ministry of Commerce