“Dhaka Fertility Expo” এমন একটি মেলা যেখানে চেষ্টা করা হয়েছে, পৃথিবীর অন্যতম এবং এশিয়ার বিখ্যাত কিছু বন্ধ্যাত্ব বিষয়ক চিকিৎসক বা প্রতিষ্ঠান কে একত্রিত করে একটি প্লাটফর্ম তৈরি করা, যেখানে একজন সাধারন মানুষ বন্ধ্যাত্ব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সমস্যার সমাধান পাবে। এবং আমাদের মেলায় অংশগ্রহণের মাধ্যমে আপনারা যাচাই করে আপনাদের জন্য উপযুক্ত ফার্টিলিটি সেন্টার / ডাক্তার / স্থান বাছাই করতে পারবেন।
Dhaka Fertility Expo-এর আয়োজক প্রতিষ্ঠান হলো Eco Expo। এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব মোঃ রেজওয়ানুর রহমান তার ব্যাবসায় যাত্রা শুরু করেন ২০০৯ সালে ব্লু স্কাই হলিডেজ এর মাধ্যমে। আমাদের সকল প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত বিদেশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেই সম্পর্কিত।
নিম্নে আমাদের প্রতিষ্ঠান গুলোর সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলোঃ
Blue Sky Holidays: আমাদের যাত্রা শুরু হয় ২০০৯ সালে Blue Sky Holidays এর মাধ্যমে। Blue Sky Holidays একটি ট্যুর অপারেটর কোম্পানি যারা দেশী বিদেশী বিভিন্ন পর্যটকদের দেশে বা বিদেশে বিভিন্ন জায়গায় ট্যুর অপারেট করে থাকে।
Eco Exim: ইকো এক্সিম একটি আমদানী ও রপ্তানী ভিত্তিক প্রতিষ্ঠান যারা ২০১১ সালে প্রথম তাদের যাত্রা শুরু করে এবং অদ্যাবধি সাফল্যের সাথে বিভিন্ন দেশের সাথে আমদানী ও রপ্তানী কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছে।
Expo Dec: এক্সপো ডেক এর যাত্রা শুরু হয় ২০১৫ সাল থেকে। এক্সপো ডেক একটি এক্সিভিশন ডেকোরেশন কোম্পানি যারা দেশী বিদেশী বিভিন্ন এক্সিবিশন বা মেলায় ডেকোরেশন সার্ভিস দিয়ে থাকে।
Eco Expo: কালের পরিক্রমায় আমাদের ব্যাবসা প্রসারের উদ্দেশ্যে ইকো এক্সপো প্রতিষ্ঠা করা হয়। ইকো এক্সপো একটি এক্সিবিশন অর্গানাইজার কোম্পানী। ইকো এক্সপোর যাত্রা শুরু হয় ২০১৭ সালে এবং আমরা দেশী বিদেশী বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্স অর্গানাইজ করে থাকি। করোনার সময় আমরা ৭০ এর অধিক অনলাইন মেলার আয়োজন করেছি।
আমাদের অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ জ্ঞ্যান থেকে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে চিকিৎসা পদ্ধতির দিন দিন উন্নতি হলেও বন্ধ্যাত্বের চিকিৎসার তেমন উন্নতি না হওয়ায়, এবং বাংলাদেশে আনুমানিক বন্ধ্যা রোগীর সংখ্যা বিশ লক্ষের অধিক হওয়ায় বন্ধ্যাত্ব দূরীকরণের উদ্দেশ্যে বাংলাদেশে আমরাই প্রথম Dhaka Fertility Expo মেলার আয়োজন করতে যাচ্ছি। আমরা আমাদের দক্ষতা ও অত্যন্ত গভীর গবেষণার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ডাক্তার ও খ্যাতনামা ফার্টিলিটি সেন্টার গুলোকে আমাদের মেলায় একত্রিত করেছি। তাই আর কষ্ট করে বহু টাকা-পয়সা খরচ করে, দেশ-বিদেশ ঘুরে, কোন ডাক্তার বা ফার্টিলিটি সেন্টারে চিকিৎসা নেবেন তা নিয়ে চিন্তিত হতে হবে না। Eco Expo আয়োজিত, Bangabandhu International Conference Centre (BICC) বা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই ছাদের নিচে যাচাই-বাছাই ও পরামর্শ করে আপনার জন্য সঠিক প্রতিষ্ঠানে, সঠিক চিকিৎসকের নির্দেশনায়, সঠিক চিকিৎসাটি বেছে নিন। আপনারা সকলে আমন্ত্রিত।